কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা
প্রকাশিতঃ 1:14 pm | June 13, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
কুষ্টিয়া শহরে প্রকাশ্যে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুন) বেলা সোয়া ১১টার শহরের ৬ নং ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
এ ঘটনায় জড়িত একজনকে পুলিশ আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে এক নারী ঘটনাস্থলেই মারা যান। তার বয়স আনুমানিক ৩৫ বছর। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় অপর এক পুরুষ (৩৫) ও চার বছরের শিশুকে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পর তাদের দুজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, নিহত পুরুষ ও নারী স্বামী-স্ত্রী হতে পারেন। আর শিশুটি তাদের সন্তান।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীকে পুলিশ আটক করেছে।
এদিকে কেন কী কারণে এ তিনজনকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।
কালের আলো/ডিএসবি/এমএম