বিসিবির প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি
প্রকাশিতঃ 12:37 pm | September 23, 2018
কালের আলো ডেস্ক:
এশিয়া কাপ আসরে টাইগারদের সাথে সংযুক্ত আরব আমিরাত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও সাবেক জাতীয় ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর। তার বাসায় চুরির খবর শোনে সকালে দেশে ফিরেছেন তিনি।
জানাযায়, গতকাল শনিবার রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে নান্নুর বাসায় তাঁর এক স্বজন বাড়ি দেখভাল করতে যান। এ সময় তিনি বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি আশপাশের কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। কী কী চুরি হয়েছে, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে রাতে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এশিয়া কাপের জন্য জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। চুরির খবর পেয়ে আজ রোববার সকালে দেশে ফেরেন তিনি। নান্নু বলেন, ‘খবরটা শুনে আমি সকালেই ঢাকায় এসেছি। বাসায় গিয়ে দেখি, সবকিছু নিয়ে গেছে। বাসার সবকিছু ওলটপালট। ঘরে কোনো জিনিস রাখে নাই। টাকা-পয়সা, অলংকার যা ছিল সব নিয়ে গেছে। কিছুই নেই ঘরে। এখনো সবকিছু জানিও না। হিসাব করে দেখতে হবে।’
কালের আলো/এমএইচ