কামাল হোসেনদের তিন দফা দাবি মানা সম্ভব নয়: ইনু

প্রকাশিতঃ 1:47 pm | September 23, 2018

কালের আলো প্রতিবেদক:
কামাল হোসেনদের তিন দফা দাবি মেনে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  তিনি বলেন, ভোরের আগে শেখ হাসিনার পদত্যাগ, তথাকথিত নির্দলীয় সরকার এবং সংসদ বাতিলের দাবি, এই মুহুর্তে আমাদের পক্ষে মানা সম্ভব নয়।

রবিবার(২৩ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘যুক্ত ফ্রন্ট ও গণফোরামের সমাবেশে শেখ হাসিনার পদত্যাগসহ ৫ দফা দাবি ঘোষণার প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ইনু বলেন, খালেদা জিয়াসহ দণ্ডিত সকল অপরাধীদের কারাগার থেকে বের করার দাবি আইন আদালতকে অস্বীকার করার দাবি। গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখানোর দাবি।

তিনি বলেন, ড. কামাল হোসেন ও বি চৌধুরীরা বিএনপি-জামায়াতের দুষ্কর্ম রক্ষা এবং বিএনপি-জামায়াতকে রাজনীতিতে পুর্নবাসন করার প্রকল্প হাতে নিয়েছে। এটা কোনোভাবেই সরকার মেনে নেবে।

মতবিনিময় সভায় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।