রাঙামাটিতে গ্রাম প্রধানকে গুলি করে হত্যা

প্রকাশিতঃ 6:42 pm | June 14, 2021

কালের আলো সংবাদদাতা:

রাঙামাটির জুরাছড়িতে এক গ্রাম প্রধানকে গুলি করে হত্যা করেছে জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সন্ত্রাসীরা। নিহতের নাম পাথর মনি চাকমা (৬৩)। তিনি লুলংছড়ি গ্রামের গ্রাম প্রধান (কারবারি) ছিলেন।

রবিবার (১৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, রবিবার রাতে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার লুলংছড়ি এলাকার বাসিন্দা কারবারি পাথর মনি চাকমাকে ২ জন জেএসএস (সন্তু লারমা) সন্ত্রাসী তার নিজবাড়ী থেকে ডেকে নিয়ে বাড়ীর পাশে গুলি করে হত্যা করে।

জুরাছড়ি থানার ওসি মো. শফিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

জুরাছড়ি উপজেলায় জেএসএস (সন্তু লারমা)’র সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি, অপহরণসহ অন্যান্য অপরাধ কার্যক্রম করে আসছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানায়, পাথর মনি চাকমা কারবারি হিসেবে এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করেন এবং সকল ধরনের সন্ত্রাসী ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী জুরাছড়ি এলাকা এবং আশেপাশে টহল কার্যক্রম জোরদার করেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতের স্বজনরা জানান, কারবারি পাথর মনি চাকমা গত কয়েক মাস ধরে জেএসএস (সন্তু লারমা) গ্রুপের হুমকির শিকার হচ্ছিলেন। এ কারণে তিনি জুরাছড়ি ছেড়ে গাজীপুরে তার ছেলের বাসায় ২/৩ মাস অবস্থান করেন। সম্প্রতি তিনি গাজীপুর থেকে জুরাছড়িতে ফিরে আসার পর পরই তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

জনপ্রিয় এ কারবারির হত্যাকাণ্ডের প্রেক্ষিতে স্থানীয় জনগণ জেএসএস (সন্তু লারমা)’র অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রসঙ্গত, বিগত জানুয়ারি ২০২০ মাস হতে পার্বত্য চট্রগ্রামে অদ্যবধি আনুমানিক ১১ জন ব্যক্তিকে জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সন্ত্রাসী কর্তৃক হত্যা করে।

কালের আলো/ডিএসবি/এমএম