হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
প্রকাশিতঃ 11:24 am | June 16, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বল দখল, পাস, আক্রমণ—সবকিছুতেই এগিয়ে ছিল জার্মানি। কিন্তু, ম্যাচের শুরুর দিকে বড় ভুল করে ফেললেন মাটস হুমেলস। তাঁর আত্মঘাতী গোলে ফ্রান্সকে জয় উপহার দিল ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের ভুলে কোনোমতে জয় নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করল গত আসরের বিশ্বচ্যাম্পিয়নরা।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ইউরোপিয়ান এই প্রতিযোগিতায় প্রথমবার নিজেদের প্রথম ম্যাচে হারল জার্মানি।
এদিন ম্যাচটিতে আধিপত্য বেশি ছিল জার্মানিরই। ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রেখেছে তারা। আক্রমণেও এগিয়ে ছিল। দশবার শট নেয় তারা। অন্যদিকে ৩৮ ভাগ সময় বল দখলে রাখা ফ্রান্স শট নেয় চারবার।
এমন ম্যাচে বড় ভুল করে ফেললেন জার্মানির হুমেলস। ম্যাচের ২০তম মিনিটে ফরাসি মিডফিল্ডার পল পগবার দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে গোলমুখে কিলিয়ান এমবাপের উদ্দেশে বল বাড়ান লুকা এরনঁদেজ। জার্মানিকে বিপদমুক্ত করতে গিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠানোর চেষ্টা করেন ডিফেন্ডার হুমেলস। কিন্তু দুর্ভাগ্যক্রমে বল চলে যায় জালে। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভাসে ফ্রান্স। শেষ দিকে আর গোল না এলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।
এই গ্রুপের দিনের অন্য ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। রোনালদোর সঙ্গে জালের দেখা পেয়েছেন আরেক পর্তুগিজ রাফায়েল গেরেইরো।
দেশের হয়ে এই নিয়ে ১৭৫ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা হলো ১০৬টি। আর তিনটি হলে ইরানের আলি দাইয়ের গড়া আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন জুভেন্টাস তারকা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার জার্মানির বিপক্ষে খেলবে পর্তুগাল। একই দিন ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে থেকে হাঙ্গেরি।
কালের আলো/ডিএসবি/এমএম