৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব অনুমোদন, ব্যয় হবে ১০১ কোটি
প্রকাশিতঃ 10:54 am | June 17, 2021
টেক ডেস্ক, কালের আলো:
দেশে ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে প্রয়োজনীয় মালামাল কেনার অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (১৬ জুন) অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দেয়। এতে মোট ব্যয় হবে ৭ হাজার ৫৬ কোটি ৫৭ লাখ টাকা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
অতিরিক্ত সচিব বলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য ৫ হাজার ইন্সট্রাক্টর টেবিল, ৫ হাজার ইন্সট্রাক্টর চেয়ার, ৮০ হাজার কম্পিউটার টেবিল, ১ লাখ ৬০ হাজার কম্পিউটার চেয়ার সংগ্রহ, সরবরাহ ও স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সাতটি লটে বিভক্ত চারটি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। এর মধ্যে তিনটি লটের কাজ পেয়েছে ‘আকতার ফার্নিচার লিমিটেড’, দুইটি লটের কাজ পেয়েছে ‘আরএফএল প্লাস্টিক্স লিমিটেড’ ও ‘হাতিল কমপ্লেক্স লিমিটেড’ এবং ‘পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ একটি লটের কাজ পেয়েছে। সাতটি লটে মোট ব্যয় হবে প্রায় ১০১ কোটি ২৮ লাখ টাকা।
শামসুল আরেফিন বলেন, বৈঠকে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন’ কর্তৃক ‘প্রকিউরমেন্ট অব ডিজাইন, ডেভেলপমেন্ট, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব টেলিকম মনিটরিং সিস্টেম ফর দ্য টেলিকম নেটওয়ার্কস অ্যান্ড সিস্টেমস অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের পণ্য ও সেবার একটি ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে কানাডা’র প্রতিষ্ঠান টিকেসি টেলিকম ইনক.। এতে ব্যয় হবে প্রায় ৭৭ কোটি ৬৫ লাখ ৩২ হাজার টাকা।
প্রকল্পের বিষয়ে তিনি বলেন, টেলিকম অপারেটরদের তথ্য সংগ্রহ এবং রিপোর্টিং প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করা, লাইসেন্সধারীদের প্রয়োজনীয় সব তথ্য সঠিক সময়ে পর্যবেক্ষণ করা, ভয়েস ও ডাটা ট্রাফিক, নেটওয়ার্ক ব্যবহার এবং সেবার মান সম্পর্কিত তথ্যের তাৎক্ষণিক প্রাপ্তি নিশ্চিত করা, সর্বোপরি সরকারের প্রাপ্য রাজস্ব সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা ইত্যাদি এ প্রকল্পের উদ্দেশ্য।
শামসুল আরেফিন বলেন, বৈঠকে অন্যান্যের মধ্যে ২৩১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে ‘কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড’ থেকে তিনটি ‘প্যাসেঞ্জার ক্রুইজ ভ্যাসেল’ কেনা ও নির্মাণ কাজের একটি প্রস্তাব; ৮৭ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব এবং ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় মোটরযানের কর ও ফি আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’ (বিআরটিএ) কর্তৃক ‘কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেড’কে ৫ বছরের জন্য নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব আরও বলেন, এছাড়াও বৈঠকে আগে অনুমোদিত দু’টি প্রস্তাবের দর সংশোধনী প্রস্তাব এবং চুক্তি মূল্য অপরিবর্তিত রেখে ‘পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প’ বাস্তবায়নকারী চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের (সিআরইসি) সঙ্গে সেই হওয়া বাণিজ্যিক চুক্তির পিসিসি (পার্টিকুলার কন্ডিশনস অব কন্ট্রাক্ট) এবং পেমেন্ট শিডিউলের ‘সাপ্লিমেন্টারি এগ্রিমেন্ট-২’-এর ৯টি পিসিসি ধারা পরিবর্তনের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
কালের আলো/ডিএসবি/এমএম