নওগাঁয় ‘আনসার আল ইসলাম’র এক সদস্য গ্রেপ্তার

প্রকাশিতঃ 3:23 pm | June 17, 2021

কালের আলো সংবাদদাতাঃ

নওগাঁয় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. সারোয়ার হোসেন ওরফে আলিফ ওরফে মুসলিম ফৌজ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ।

বুধবার (১৭ জুন) এন্টি টেররিজম ইউনিটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) নওগাঁ পৌরসভা সংলগ্ন কাচারী রোড এলাকায় অভিযান চালিয়ে আলিফকে গ্রেপ্তার করা হয়।

আলিফ নওগাঁর আত্রাই থানার পতিস্বর গ্রামের মো. তোজাম্মেল হকের ছেলে। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করেছেন।
পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) কালের আলোকে জানান, গ্রেপ্তার আলিফ ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তাদের কাছে খবর রয়েছে- বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী পোস্ট দেয়া ছাড়াও অনলাইনে আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিলেন। এসব বিষয়ে তদন্ত করেই আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।’

এ ঘটনায় আলিফের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় (নং-২৯) সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আলিফের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং ছয়টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

কালের আলো/আরএস/এমএইচএস