লিওনেল মেসি যে রেকর্ড গড়লেন কোপায়

প্রকাশিতঃ 7:37 pm | June 19, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

এবারের কোপায় দুই ম্যাচ খেলে একটি গোল সহায়তার পাশাপাশি চিলির বিপক্ষে একটি গোল করেছেন লিওনেল মেসি। সফল ড্রিবলের তালিকাতেও আর্জেন্টাইন সুপারস্টারের নাম সবার ওপরে। ১২টি সফল ড্রিবল করা মেসির আগে কেউ নেই। দুই ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা।

শনিবার (১৯ জুন) উরুগুয়ের বিপক্ষে সতীর্থকে গোল করতে সহায়তা করার পাশাপাশি মেসি এক ম্যাচেই সফল ড্রিবল করেছেন নয়বার।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই এক গোল অ্যাসিস্ট দিয়েই কোপার ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হয়ে গেছেন মেসি। ১৩টি অ্যাসিস্ট এখন তার।

এছাড়া আজকের ম্যাচের পর আরও একটি রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। উরুগুয়ের বিপক্ষে এক গোল করানোর পাশাপাশি পুরো ম্যাচে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। যে কারণেই হয়েছেন ম্যাচ সেরা। এ নিয়ে কোপা আমেরিকার ইতিহাসে ১১ বার ম্যাচ সেরা হলেন তিনি যা টুর্নামেন্টের সর্বোচ্চ। ম্যাচ সেরা হবার রেকর্ডটাও করে নিয়েছেন নিজের করে।

এবারের কোপায় প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে যেভাবে দুর্দান্ত কাম ব্যাক করল মেসিরা এটা যদি ধরে রাখতে পারে তবে কোপা আমেরিকা দিয়েই লিওনেল মেসির আন্তর্জাতিক ট্রফি জয়ের দুঃখ ঘুচতে যাচ্ছে।

কালের আলো/টিআরকে/এসআইএল