গফরগাঁওয়ে বিনামূল্যে পাঠদান কর্মসূচী চালু করেছে ‘সময়ের স্বপ্ন’
প্রকাশিতঃ 2:25 pm | September 25, 2018
গফরগাঁও প্রতিনিধি, কালের আলো:
গফরগাঁওয়ে দরিদ্র তরুণ-মেধাবী শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পাঠদান কর্মসূচী চালু করেছে ‘সময়ের স্বপ্ন’ সামাজিক উন্নয়ন সংগঠন। গত ৩সেপ্টেম্বর (সোমবার) গফরগাঁও উপজেলার বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় বিভিন্ন শ্রেণীর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়ে খৈয়ারপাড় মাদ্রাসা কক্ষে এই পাঠদান কার্যক্রমের উদ্বোধন করেন ‘সময়ের স্বপ্নের’ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান।
এই গ্রামের মাধ্যমিকের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা প্রতি (শুক্রবার) এই গ্রামের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করান।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, তরুণ সমাজকে মাদক ও সকল প্রকার অপরাধ মুলক কর্মকান্ড থেকে বিরত রাখতে গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী তরুনদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও সামাজিক উন্নয়নে সার্বিক ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের এই সামাজিক উন্নয়ন সংগঠনের সাথে যার ধারাবাহিকতায় বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শতভাগ শিক্ষা ও স্বাক্ষরতার হার সহ নিরক্ষরমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষে সরকারের ঘোষণাকে বাস্তবে রূপ দিতে আমরা শুরু করেছি গ্রামীন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান কর্মসূচী।