কোচ-ফুটবলারসহ মোহামেডানের ১৭ জন করোনা আক্রান্ত
প্রকাশিতঃ 11:14 pm | June 21, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ স্থগিত করা হয়। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে ২৫ জুন আবার শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগের খেলা। কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের অস্ট্রেলিয়ান কোচ, ১২ ফুটবলারসহ মোট ১৭জন করোনা আক্রান্ত।
এ খবর নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার ইমতিয়াজ নকিব।
তিনি বলেন, ক্লাবের কোচ স্টাফসহ ১৭ জন করোনা পজিটিভ। তার মধ্যে ১২ জন ফুটবলার। করোনা পজিটিভ সবাই ক্লাবেই আইসোলেশনে আছেন। খুব শিগগিরই ক্লাবের সবার কোভিড টেস্ট করানো হবে বলে জানা গেছে।
এদিকে ২৫ জুন থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। তবে মোহামেডান লিগে খেলতে আগ্রহী নয়। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে চিঠিও দিয়েছে তারা।
মোহামেডানের মতো দল লিগে খেলতে আগ্রহী না হওয়ায় লিগ নিয়ে অনেকটা শঙ্কা তৈরি হয়েছে।
কালের আলো/টিআরকে/এসআইএল