আঁখি আলমগীরের ফ্যাশন হাউজের মডেল তার মেয়ে স্নেহা
প্রকাশিতঃ 1:26 pm | June 24, 2021

শোবিজ ডেস্ক, কালের আলো:
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। অনেক দিন নতুন গান নেই। সংসার, সন্তান নিয়ে কাটছে তার সুখের সময়।
এবার ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে একটি ফ্যাশন হাউজও চালু করেছেন আঁখি।
গত ২২ জুন (মঙ্গলবার) রাতে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে নিজের ফ্যাশন ডিজাইনার হওয়া এবং ফ্যাশন হাউজ চালুর কথা জানান গায়িকা। তার এই ফ্যাশন হাউজের নাম ‘মখমল’।
আপলোড করা ভিডিওতে দেখা যায় এতে আঁখির ডিজাইন করা শাড়িতে তার সঙ্গে মডেল হয়েছেন বড় মেয়ে স্নেহা।
আঁখি বলেন, আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন একজন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। যা এতোদিন নিজের জন্যই মূলত করতাম। এবার সেই অভিজ্ঞতা সবার জন্য উন্মুক্ত করলাম।
করোনা পরিস্থিতির কারণে ‘মখমল’ বিপণন ব্যবস্থা এখন চলছে অনলাইনের মাধ্যমে। তবে পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট। গায়িকার স্বপ্ন, মখমল একদিন ছড়িয়ে যাবে গোটা বিশ্বে।
‘মখমল’-এর শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। তবে ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমশ বাড়বে।
আঁখি আলমগীর বলেন, ছোটবেলা থেকেই পোশাক ডিজাইন করার প্রতি আমার ভালোবাসা ছিল। এটা একটা শখও। বড় হওয়ার পর আমার ডিজাইনে অনেক পোশাক বানিয়েছি। সেসব পোশাক বিশেষ করে শাড়ির প্রশংসা করেছেন অনেকে। নিজের ডিজাইনে আমি যে ধরনের শাড়ি পরি অনেকেই তা পরতে চান। সে ভাবনা থেকে এবার আমার ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করা। ফ্যাশন হাউজও খুলেছি।
কালের আলো/ডিআরবি/এমএম