হাসিমুখেই গুডবাই ‘ফাইটার’!
প্রকাশিতঃ 7:34 pm | June 24, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো :
শিরদাঁড়া সোজা করে হাসিমুখে বিদায়ের সৌভাগ্য ক’জনের বা হয়! কিংবা সঠিক সময়ে বিদায় বলতে পারাটাও অনেক বড় এক সিদ্ধান্ত। টানা তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়ে পরিপূর্ণ মানসিক তৃপ্তি ও সন্তুষ্টি নিয়েই বৃহস্পতিবার (২৪ জুন) সেনাপ্রধান হিসেবে বিদায় নিয়েছেন জেনারেল ড.আজিজ আহমেদ।
আরও পড়ুন: অভূতপূর্ব সেই দৃশ্য; সৈনিকচিত্রে ‘গুডবাই জেনারেল’!
যে কোন সঙ্কটে বা বিপর্যয়ে বারবার যার নেতৃত্ব প্রমাণিত হয়েছিল সেনাবাহিনী জনগণের সত্যিকারের বন্ধু। সেনাপ্রধান হিসেবে নিজের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্তও জেনারেল আজিজ নিজেকেও একজন ‘ফাইটার’ হিসেবেই প্রমাণ করে গেছেন।

অকপট এবং সৎ এই মানুষটির বিদায় বেলাতেও তাঁর মুখচ্ছবিতে দ্যুতি ছড়িয়েছে সাফল্য আর আত্মমর্যাদার হাসি। নিজের কর্মগুণ আর নেতৃত্বের মুন্সীয়ানার দৌলতেই সেনাবাহিনীর ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়েই থাকবেন বলেই মনে করছেন কাছের থেকে দূরের সবাই।
আরও পড়ুন: কৃষ্ণচূড়ার রঙিন আভাতেই ‘নায়কোচিত’ বিদায় সেনাপ্রধান জেনারেল ড.আজিজ আহমেদের!
বিদায়ী সেনাবাহিনী প্রধানের বিদায়ী সংবর্ধনা
বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা সেনানিবাসে বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় বিদায়ী এবং নতুন সেনাপ্রধানকে বেশ হাস্যেজ্জ্বল দেখা গেছে।

আরও পড়ুন: জেনারেল ড.আজিজ : এক অসামান্য কীর্তিমানকে আপ্লুত বিদায় সংবর্ধনা
পরে সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তা ও সকল পদবির সদস্যের উপস্থিতিতে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।
আরও পড়ুন: যেখানে বিদায়ী সেনাপ্রধানের সঙ্গে অনেক মিল নতুন সেনাপ্রধানের

আরও পড়ুন: শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ বিদায়ী সেনাপ্রধানের
এর আগে জেনারেল আজিজ সকালে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপন করেন।

কালের আলো/এমএএএমকে