বোলারদের কৃতিত্ব দিলেন মাশরাফি

প্রকাশিতঃ 2:34 am | September 27, 2018

খেলা ডেস্ক, কালের আলো:

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। বুধবার টুর্নামেন্টের সুপার ফোরের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩৯ রান করেও বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৩৭ রানে জয় তুলে নেয় টাইগাররা। আর এই জয়ের জন্য মূল কৃতিত্ব বোলারদেরই দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এদিন ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমরা আমাদের কম্বিনেশনে কিছুটা পরিবর্তন এনেছিলাম। সাধারণত বোলিংয়ে আমি ওপেন করি। কিন্তু আজ মিরাজকে দিয়ে শুরু করেছি। বোলাররা অসাধারণ খেলেছে। বিশেষ করে আমরা যখন বেশি রান করতে পারিনি। মুশফিক ও মিথুন দারুণ ব্যাট করেছে। আজ আমরা আমাদের ফিল্ডিং নিয়ে গর্ব করতে পারি। অনেক দিন ধরে আমরা এরকম ফিল্ডিং দেখিনি। আশা করি, ছেলেরা ভালো ফিল্ডিংয়ের গুরুত্ব বুঝতে পেরেছে।’

তিনি আরো বলেন, ‘আমি ভাগ্যবান যে ওই ক্যাচটা মিস করিনি। শোয়েব মালিক ভালো ফর্মে ছিল। আমরা সবাই জানি যে, ভারত শক্তিশালী দল। আমাদের সাকিব ও তামিম নেই। আশা করি, দলে যারা আছে তারা শুক্রবার ভালো কিছু দেখাতে পারবে।’

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৩৯ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ। পরে পাকিস্তান ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে।

কালের আলো/ওএইচ