আমরা আরো জিতব: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 11:22 am | September 27, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের অংশগ্রহণের ফাঁকে তিনি বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সামনে এসে ক্রিকেটারদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। এসময় তার সফরসঙ্গীদের মিষ্টিমুখও করান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আমার ক্রিকেট টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। দোয়া করি, তারা যে জয়ের ধারার সূচনা করেছে, সেটা যেন অব্যাহত থাকে। ইনশাল্লাহ, আমরা আরো জিতব, জয় আমাদের।

এর আগে, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের দুর্দান্ত জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে পাঠান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।