শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : স্পিকার
প্রকাশিতঃ 8:07 pm | June 27, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্য প্রবাহ ও প্রযুক্তির এক সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ। আজকের ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে করোনা মহামারিকালেও প্রযুক্তির সাহায্যে একে-অপরের সঙ্গে সবাই যুক্ত থাকতে পারছে।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে পত্রিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া অবাধ সংবাদ প্রচার করছে। ‘আজকের পত্রিকা’র যাত্রা সাহসী একটি পদক্ষেপ।
রবিবার (২৭ জুন) রাজধানীতে দৈনিক ‘আজকের পত্রিকা’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার পত্রিকাটির শুভ উদ্বোধন করেন।
সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতি উদযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত দেশের দিকে আমাদের যে অগ্রগতি, তা ‘আজকের পত্রিকা’র মধ্য দিয়ে ফুটে উঠবে এবং গণমানুষের কথা তাদের মুখপাত্র হয়ে আজকের পত্রিকায় প্রকাশিত হবে।
তিনি বলেন, বিশ্বের আনাচে-কানাচের বিভিন্ন খবর একত্রিত করে চলমান ঘটনাবলী উপস্থাপনের মাধ্যমে সকলকে অবগত করে গণমাধ্যম। বর্তমানে সামাজিক মাধ্যমের যে ব্যাপক প্রসার, তার মধ্য দিয়েও অনেক ধরনের ইস্যু চ্যালেঞ্জ হিসেবে নতুনভাবে আর্বিভূত হচ্ছে। এক্ষেত্রে আজকের পত্রিকা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে কার্যকরভাবে সহায়তা করবে।
ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ‘প্রতিযোগিতার এ যুগে পত্রিকাটি বাংলাদেশের যেকোনও বিভাগে পাঠকের প্রত্যাশা নিয়ে তথ্য উপস্থাপন করেছে। একটি নতুন পত্রিকা উদ্বোধনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য পত্রিকার পাশাপাশি জনগণ আজকের পত্রিকা থেকে কী বিষয় খুঁজে বের করবে, সেই আকর্ষণ ও বৈচিত্র্য তৈরির প্রতি মনোযোগী হতে হবে। কোভিড মহামারির এই দুঃসময়ে দেশের মানুষ সহজেই যেন পত্রিকাটি পেতে পারে, সেদিকে গুরুত্ব দিতে হবে।’
আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিআর/এমএম