বঙ্গোপসাগরে মহড়ার সময় বিস্ফোরণে দুই নৌ সেনা নিহত
প্রকাশিতঃ 6:30 pm | September 27, 2018
কালের আলো প্রতিবেদক:
বঙ্গোপসাগরে মহড়া চলাকালে টেস্ট ফায়ারিংয়ে কার্তুজ বিস্ফোরণে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত দুইজন জুনিয়র কমিশনড অফিসার বলে জানায় আইএসপিআর।
চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম জানান, পতেঙ্গা নৌঘাঁটি থেকে খবর পেয়ে আমরা এখানে এসেছি। উনারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। তবে যতটুকু শুনেছি বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন গুরুতর আহত হয়েছেন।