কোয়ার্টারে ব্রাজিল-আর্জেন্টিনা কে কার মুখোমুখি

প্রকাশিতঃ 4:15 pm | June 29, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ। আর্জেন্টনা-বলিভিয়া এবং উরুগুয়ে প্যারাগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়ে গেলো গ্রুপ পর্বের জমজমাট লড়াই। ১০ দলের মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে কেবল দুটি দল। গ্রুপ ‘এ’ থেকে বলিভিয়া এবং ‘বি’ থেকে বিদায় ঘটেছে ভেনেজুয়েলার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মেসিরা। তাতে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়েই তারা নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালে। এই গ্রুপে ৩ জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনা পেয়েছে ১০ পয়েন্ট। গ্রুপ রানার্স আপ হয়েছে উরুগুয়ে। ২টি জয়, এক ড্র ও এক হারে তারা অর্জন করে ৭ পয়েন্ট। তৃতীয় হওয়া প্যারাগুয়ের সংগ্রহ ছিল ৬। চারে থাকা চিলির অর্জন পাঁচ। এখান থেকে ছিটকে গেছে ৪ ম্যাচে হেরে যাওয়া বলিভিয়া।

মেসিদের মতো গ্রুপ জয়ী হয়েছে ব্রাজিলও। ‘বি’ গ্রুপে ৩ জয় ও এক ড্রয়ে তাদের অর্জনও ছিল ১০ পয়েন্ট। শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ ২০১৫ ও ২০১৬ আসরে শিরোপা জয়ী চিলি।

‘বি’ গ্রুপ এখান থেকে ৭ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে পেরু। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় কলম্বিয়া ও ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে ইকুয়েডর। দুটি ড্র ও দুটি হারে ২ পয়েন্ট পাওয়া ভেনিজুয়েলা ছিটকে গেছে এই গ্রুপ থেকে।

এবার দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কে, কার মুখোমুখি এবং সূচিঃ

পেরু-প্যারাগুয়ে- আগামী শনিবার রাত ৩টা

ব্রাজিল-চিলি- আগামী শনিবার ভোর ৬টা

উরুগুয়ে-কলম্বিয়া- আগামী রবিবার ভোর ৪টা

আর্জেন্টিনা-ইকুয়েডর- আগামী রবিবার সকাল ৭টা

কালের আলো/আরএস/এমএইচএস