বিএনসিসি’র ওয়েবসাইট ও ডাটাবেজ উদ্বোধন করলেন সিনিয়র সচিব মোস্তফা কামাল
প্রকাশিতঃ 6:00 pm | June 30, 2021
নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ওয়েবসাইট ও ডাটাবেজের উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি।
বুধবার (৩০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ওয়েবসাইট ও ডাটাবেজের উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, ওয়েবসাইটে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সাথে বিএনসিসির বিভিন্ন জনহিতকর কার্যক্রম প্রচারের পাশাপাশি বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন প্রশিক্ষণ, সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামুলক কার্যক্রম নিয়মিতভাবে আপডেট করা হবে।
অনুষ্ঠানে বিএনসিসি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান এবং প্রতিরক্ষা মন্ত্রালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিআরবি/এমএম