মেসি আজ থেকে ‘ফ্রি’, যেতে পারেন যেকোনো ক্লাবেই

প্রকাশিতঃ 12:23 pm | July 01, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

শিরোনামটা পড়লে বার্সেলোনার সব ভক্তের মন খারাপ হওয়ার কথা। কিন্তু এটাই সত্য- লিওনেল মেসি এখন আর বার্সেলোনার খেলোয়াড় নন। বুধবার (৩০ জুন) মাঝরাতে কাতালান ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে মেসি এখন ‘ফ্রি এজেন্ট’। চাইলে কোনও টাকা ছাড়াই অন্য যেকোনও ক্লাবে যেতে পারবেন তিনি।

৩৪ বছর বয়সী মেসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই তা নবায়ন করা নিয়ে বরাবরই আশা প্রকাশ করে আসছিল বার্সেলোনা। এর আগে দলবদলের বাজার নিয়ে নানা খবর দেওয়ার ব্যাপারে আস্থাভাজন সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো এক টুইটে জানিয়েছিলেন, ২০২৩ সালের জুন পর্যন্ত নাকি বার্সার সঙ্গে চুক্তি হচ্ছে মেসির। আগামী সপ্তাহে নাকি এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর এখন মেসিকে নিয়ে দুশ্চিন্তা হতেই পারে সমর্থকদের।

গত মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি লাপোর্তা বলেন, আমি চাই মেসি খুব তাড়াতাড়ি হ্যাঁ বলুক আমাদের। তার সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছি আমরা। মেসির সই করার ব্যাপারে আমি আশাবাদী। আমরা কৃতজ্ঞ যে ও বার্সেলোনায় থাকতে চায়।

কালের আলো/আরএস/এমএইচএস