ইনস্টাগ্রামে আয়ের শীর্ষে রোনালদো
প্রকাশিতঃ 9:00 pm | July 01, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীসংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোর ধারেকাছেও কেউ নেই। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় ৫৩ কোটি মানুষ তাঁকে অনুসরণ করেন। এর মধ্যে ইনস্টাগ্রামে তাঁর অনুসারীসংখ্যা সবচেয়ে বেশি। ৩০ কোটি ৮০ লাখ মানুষ পর্তুগিজ তারকাকে অনুসরণ করেন। এবার চলতি বছরের ইনস্টাগ্রাম ধনীর তালিকায়ও শীর্ষে উঠলেন রোনালদো।
ইউরোয় সংবাদ সম্মেলনে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায় বড় লোকসান ডেকে আনেন রোনালদো। মাত্র আধা ঘণ্টার মধ্যে কোকাকোলার ৪০০ কোটি ডলার লোকসান হয় রোনালদোর কারণে। এ ঘটনা থেকেই বোঝা যায় তার অনুসারী সংখ্যা প্রভাবক হিসেবে কেমন কেমন ভূমিকা রাখে।
২০১৯ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ইনস্টাগ্রামে পণ্যের দূত হয়ে প্রতি পোস্ট বাবদ ৯ লাখ ৭৫ হাজার ডলার আয় করতে পারেন রোনালদো। প্রতিটি স্পনসরড পোস্টের জন্য সর্বোচ্চ পরিমাণ অর্থ আয় করেন রোনালদো। আয়ের অঙ্ক দাঁড়ায় ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা।
ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয়ের এই বার্ষিক তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠে এলেন ৩৬ বছর বয়সী এ তারকা। এর আগে যুক্তরাষ্ট্রের সিনেমা ও সংগীত জগতের তারকারা আধিপত্য বিস্তার করেছেন। য়্যুভেন্তাস তারকা রোনালদোর আরেক প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি অবশ্য বেশ পিছিয়ে আছেন এই তালিকায়। ইনস্টাগ্রামে পোস্টপ্রতি তার আয় ১২ লাখ ডলার।
এর আগে শীর্ষে ছিলেন সাবেক রেসলার ও হলিউড তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসন। রোনালদো শীর্ষে ওঠায় এক ধাপ নিচে নেমে গেছেন তিনি।
এদিকে পণ্যের দূত হিসেবে কাজ করে প্রতি পোস্ট বাবদ রোনালদোর আয় গত বছরের তুলনায় বেড়েছে প্রায় দ্বিগুণ। তৃতীয়স্থান থেকে শীর্ষে উঠে এসেছেন রোনালদো। মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল কাইল জেনার নেমে গেছেন চারে এবং তিনে উঠে এসেছেন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দে।
কালের আলো/আরএস/এমএইচএস