সেমির পথে ব্রাজিলের চিলি পরীক্ষা

প্রকাশিতঃ 7:49 pm | July 02, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

গ্রুপপর্ব শেষে শুক্রবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল পর্ব। যে লড়াইয়ে হারলেই বাদ। প্রতিটি দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

কোপার শুরুর দিনটায় মাঠে নামছে গতবারের সেরা দুটি দল। আজ রাত পার হওয়া শনিবার (৩ জুলাই) ভোরে কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে আগের দুবারের চ্যাম্পিয়ন চিলির। আর বাংলাদেশের আকাশে সূর্য আড়মোড়া দেওয়ার আগেই গতবারের রানার্সআপ পেরু খেলে ফেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

গত আসরের সেমি-ফাইনালিস্ট চিলি এবার ‘এ’ গ্রুপে চতুর্থ হয়ে শেষ আটে পা রাখে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। চিলির সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভালো না হলেও তাদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলে মনে করেন সাম্পাইয়ো।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে সেরা একাদশ নামায়নি ব্রাজিল। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে। এবার দলে ফিরছে নেইমার।

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম দুই ম্যাচে অক্ষত ছিল ব্রাজিলের জাল। শেষ দুই ম্যাচে একটি করে গোল করে কলম্বিয়া ও ইকুয়েডর। তাদের চেয়েও বড় চ্যালেঞ্জ জানাতে পারে চিলি। ডিফেন্ডার সিলভা তাই সতীর্থদের দিলেন সতর্কবার্তা। চিলি এখন পর্যন্ত গোলের জন্য ১৭ শট নিয়েছে, ৩ গোল করেছে। তবে তারা যখনই খালি জায়গা পায় তখনই গোলের জন্য শট নেয়।

চার ম্যাচে ৮ গোল দিয়েছে ব্রাজিল, হজম করেছে দুটি। রক্ষণ পেরিয়ে গোলরক্ষককে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি। চিলির বিপক্ষে রক্ষণে একই রকম মনোযোগী থাকার প্রতিশ্রুতি দিলেন সিলভা।

এবার চিলি দলে নেই সবচেয়ে অভিজ্ঞ আলেক্সিস সঞ্চেজ। কিন্তু ভিদাল, ভরাগাস, মেডেল, আরঙিজদের মুখে ফুটবলার কখন ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে বলা যায় না। তাই সতর্ক থাকছে ব্রাজিল।

ব্রাজিলের বিপক্ষে চিলির ইতিহাস নিতান্তই খারাপ। ৭২ বারের দেখায় ব্রাজিল জিতেছে ৫১ টি ম্যাচে, হেরেছে মাত্র ১৩টি ম্যাচে। বাকি ৮ ম্যাচে ড্র।

কালের আলো/আরএস/এমএইচএস