চিলিকে হারিয়ে সেমিতে ব্রাজিল
প্রকাশিতঃ 12:46 pm | July 03, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যাওয়ার পর ১০ জনের দলে পরিণত হয় তিতের দল। এই সুবিধা কাজে লাগিয়ে তাদেরকে চেপে ধরে চিলি। কিন্তু একের পর এক আক্রমণ ঠেকিয়ে ব্যবধান ধরে রাখে ব্রাজিল।
বাংলাদেশ সময় শনিবার (৩ জুলাই) রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে ১-০ গোলে জিতে ব্রাজিল। বিরতির সময় বদলি নামা লুকাস পাকুয়েতা করেছেন ম্যাচের একমাত্র গোলটি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রবার্তো ফিরমিনোর বদলি হিসেবে লুকাস পাকেতাকে মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। আর কোচের আস্থার প্রতিদান দিতে মোটেও সময় নেননি লিঁওর এই মিডফিল্ডার, পরের মিনিটেই বক্সের ভেতর নেইমারের সঙ্গে দারুণভাবে বোঝাপড়ায় জোরাল শটে ব্রাজিলকে এগিয়ে নেন তিনি।
তবে ম্যাচে এগিয়ে যাওয়ার দুই মিনিটের মধ্যে ব্রাজিল শিবিরের জন্য দুঃসংবাদ নিয়ে আসেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড় ইউজেনিও মেনার মুখে লাথি মেরে বসেন ম্যানচেস্টার সিটির এই তারকা। ফলাফল হিসেবে সরাসরি তাকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়েই খেলতে হয় ব্রাজিলকে। তবে ডিফেন্ডারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে সেলেসাওরা।
সেমিফাইনালে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দিনের আগের ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা পেরুকে। এতে কোপা আমেরিকার গত আসরের দুই ফাইনালিস্টের এবার সেমিফাইনালেই দেখা হয়ে যাচ্ছে।
কালের আলো/আরএস/এমএইচএস