রোনালদোর যে রেকর্ড এখন মেসির
প্রকাশিতঃ 12:36 pm | July 05, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আবারও লিওনেল মেসির ঝলক দেখলো বিশ্ব। নিজে গোল করেছেন করিয়েছেন দুটি। তাতেই শিরোপা খরা কাটানোর পথে আরও একধাপ এগিয়ে নিয়েছেন আর্জেন্টিনাকে। কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলে ইকুয়েডরকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। সেমিতে প্রতিপক্ষ কলম্বিয়া।
এদিকে একের পর এক গোল আর এসিস্টে দুর্দান্ত এক রেকর্ড গড়ে ফেলেছেন মেসি। ছাড়িয়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিওকে।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর সঙ্গে বড় টুর্নামেন্টের নকআউট পর্বে গোলে অবদানের রেকর্ডের শীর্ষস্থান ভাগাভাগি করছিলেন মেসি। দুজনেরই গোলে অবদান ছিল ১৭টি।
ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো রোনালদো নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ডটা এতদিন দখলে রেখেছিলেন।
বড় টুর্নামেন্ট বলতে বিশ্বকাপ তো আছেই, এর পাশাপাশি ইউরোপের খেলোয়াড়দের ক্ষেত্রে ইউরো, দক্ষিণ আমেরিকার খেলোয়াড়দের ক্ষেত্রে কোপা আমেরিকা, এশিয়ার খেলোয়াড়দের ক্ষেত্রে এশিয়ান কাপের মতো মহাদেশীয় টুর্নামেন্টকে বিবেচনায় নেওয়া হয়েছে।
সেখানে নকআউট পর্বে মেসি ২০ গোলে অবদান রেখে সবার ওপরে আছেন। এর মধ্যে তিনি গোল করেছেন ৫টি, করিয়েছেন ১৫টি। রোনালদো নাজারিওর ১৭ গোলে অবদানের মধ্যে তিনি গোল করেছেন ১৩টি, করিয়েছেন ৪টি।
এই দুজনের পর তালিকায় আছেন বার্সেলোনায় মেসির সতীর্থ ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান, তাঁর গোলে অবদান ১৩টি (করেছেন ৮টি, করিয়েছেন ৫টি)। চারে সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা (১১), ৫ নম্বরে ব্রাজিল কিংবদন্তি পেলে (৯)। এখানে অবশ্য একটা ছোট্ট ফুটনোট হচ্ছে পেলের সময়ে কোপা আমেরিকায় কোনো নকআউট পর্ব ছিল না।
অবশ্য মেসির এই নকআউট পর্বে গোলের প্রায় সবই এসেছে কোপা আমেরিকায়। এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেললেও নকআউট পর্বে ৮ ম্যাচে মাঠে নেমেও কোনো গোল করতে পারেননি মেসি, গোল করিয়েছেন শুধু তিনটি। এর একটি ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে আনহেল দি মারিয়াকে দিয়ে, আর দুটি ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে আর্জেন্টিনার ৪-৩ গোলে হারের ম্যাচে।
কালের আলো/আরএস/এমএইচএস