‘নিরাপদ সড়ক বাস্তবায়নে সকল মানুষের সহযোগিতা দরকার’

প্রকাশিতঃ 4:49 pm | September 29, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রত্যেক শ্রেণি পেশার মানুষ পুলিশকে সহযোগিতা করলে নিরাপদ সড়ক বাস্তবায়নের কাজ সহজ হবে বলে মনে করেন ডিএমপি’র ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নিরাপদ সড়ক বাস্তবায়নে সকল মানুষের সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করলেই নিরাপদ সড়ক পাওয়া সম্ভব। সড়কের শৃংখলা ফেরাতে আমরা যে পরিবর্তন শুরু করেছি তার ধারা অব্যাহত রাখতে হবে। শুধু আপনারা পুলিশকে সহযোগিতা করুন।

ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করায় শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক বলেন, শ্রমিক-পুলিশ ভাই ভাই নিরাপদ সড়ক চাই। আপনাদের কাছ থেকে পাওয়া এই স্লোগানটি অত্যন্ত যুগোপযোগী। এটি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। কার্যে পরিণত করতে হবে। সড়কে গাড়ি চালানোর সময় মাথা ঠাণ্ডা রেখে নির্ধারিত গতিতে গাড়ি চালাবেন। রাস্তায় গাড়ি চলাচলের সময় মনে রাখবেন আপনি যাতে কারও জীবনহানির কারণ না হন। সড়কের শৃংখলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে সকলেরই দায়িত্ব রয়েছে। এতদিন সড়কে জেব্রা ক্রসিং ছিল না। বর্তমানে জেব্রা ক্রসিং দৃশ্যমান হয়েছে। রাস্তা পারাপারে অবশ্যই জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রীজ ও আন্ডারপাস ব্যবহার করুন।

ট্রাফিক সচেতনতা সম্পর্কে শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেকুর রহমান হিরু বলেন, আমরা প্রতিনিয়ত পরিবহন শ্রমিকদের শিক্ষা দিয়ে থাকি কিভাবে আইন মেনে চলবেন, কিভাবে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবেন। অন্য যেকোন বাস টার্মিনাল থেকে মহাখালী বাস টার্মিনাল অনেক সুশৃংখল।

এ সময় তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরাও আপনাদের সহযোগিতা করব।

ট্রাফিক সচেতনতামূলক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) মোসলেহ উদ্দিন আহমদ, যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক (দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদ, মহাখালী বাস টার্মিনালের সভাপতি মোঃ আবুল কালাম, ঢাকা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেকুর রহমান হিরুসহ ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

কালের আলো/ওএইচ