আর্জেন্টিনার সমর্থক নেইমার, ফাইনালে আর্জেন্টিনাকেই চান
প্রকাশিতঃ 2:20 pm | July 06, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
কোপা আমেরিকায় ছুটে চলেছেন নেইমার, তার কল্যাণে ছুটে চলেছে ব্রাজিলও। পেরুর বিপক্ষে সেমিফাইনালেও তার ব্যত্যয় ঘটেনি। আরও একটি ‘নেইমার শো’তে পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল।
কাল সকালে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। কোপার ফাইনালে বহু আকাঙ্ক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের স্বপ্ন সত্যি হতে আর মাত্র একটি ম্যাচ বাকি।
দুরন্ত ছুটে চলা ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে। প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওরা জয় পেয়েছে ১-০ গোলে। একমাত্র গোলটি করেছেন লুকাস পাকুয়েতা। ঘরের মাঠে টানা দ্বিতীয় কোপার ফাইনাল খেলবে ব্রাজিল। তবে প্রতিপক্ষ কে হবে? তার জন্য আর একটি ম্যাচ অপেক্ষা করতে হবে তাদের।
এই অপেক্ষা যেন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে পাওয়ার জন্যই! অবাক করা হলেও সত্যি ফুটবলপ্রেমীরা তো বটেই, স্বয়ং ব্রাজিল তারকা নেইমার প্রতিপক্ষ হিসেবে চান আর্জেন্টিনাকে। তাতেই হয়তো ফাইনাল পাবে ভিন্ন মাত্রা। আর শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে যদি শিরোপা জয় করা যায় তাতে আনন্দটা বেড়ে যাবে বহুগুণ।
পেরুর বিপক্ষে ১-০ গোলের এই জয়ে ব্রাজিল উঠে গেছে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা ফাইনালে। এই জয়ের পরই সংবাদমাধ্যমকে নেইমার জানান, ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখতে চান তিনি।
নেইমার জানান, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তাদের সমর্থন করবো। কোপার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই চাই। আর্জেন্টাইন দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে। ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমি খুশি হব, কিন্তু ফাইনালে ব্রাজিলই জিতবে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন!’
আগামী ১১ জুলাই এস্তাদিও দে মারাকানায় ফাইনাল মহারণে মাঠে নামবে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনাল জিতে আসা আর্জেন্টিনা কিংবা কলম্বিয়ার মধ্যে যে কোনো এক দল।
কালের আলো/আরএস/এমএইচএস