পুলিশ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো ডিএমপি
প্রকাশিতঃ 7:17 pm | September 29, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ) ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত এ ম্যাচ শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উত্তরা এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত ম্যাচে টসে জিতে এপিবিএন ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে ডিএমপি ক্রিকেট দল ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেটে এপিবিএন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ডিএমপি ক্রিকেট দলের অধিনায়ক মনির ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্টে পুলিশের বিভিন্ন ইউনিটের ১৪টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) প্রধান অতিথি এবং পুনাক সভানেত্রী মিসেস হাবিবা হোসেন বিশেষ অতিথি হিসেবে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এপিবিএন এর অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোঃ শাহাব উদ্দিন কোরেশী, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশের খেলোয়াড়গণ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসআর