ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক শামেরান আবেদ

প্রকাশিতঃ 11:40 pm | July 06, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

বিশ্বের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের (বিআই) নতুন নির্বাহী পরিচালক পদে শামেরান আবেদকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ আগস্ট তিনি এ পদে যোগদান করবেন।

মঙ্গলবার (৬ জুলাই) ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী পরিচালক হিসেবে শামেরান বিআইয়ের কর্মকৌশল এবং সাংগঠনিক উন্নয়নের তদারকি ও নির্দেশনা দেবেন। পাশাপাশি তিনি সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা এবং আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন উদ্যোগের তদারকিও চালিয়ে যাবেন।

ব্র্যাক ইন্টারন্যাশনাল এশিয়া ও আফ্রিকার দশটি দেশে কার্যক্রম পরিচালনা করে। ব্র্যাক ইন্টারন্যাশনালের বর্তমান নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা। তিনি ৩১ জুলাই পদত্যাগ করবেন। শামেরান আবেদ তাঁর স্থালাভিষিক্ত হবেন।

ব্র্যাক ইন্টারন্যাশনাল সুপারভাইজারি বোর্ডের চেয়ারপারসন আইরিন খান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উদ্ভাবন এবং ইতিবাচক রূপান্তরের মাধ্যমে ব্র্যাক ইন্টারন্যাশনাল পরিচালনার জন্য শামেরানই সঠিক ব্যক্তি।

শামেরান ২০০৯ সালে ব্র্যাক বাংলাদেশে এবং ২০১২ সালে ব্র্যাক ইন্টারন্যাশনালে যোগ দিয়েছিলেন। ব্র্যাকের ক্ষুদ্রঋণ এবং অতি-দরিদ্র কর্মসূচিকে বিশ্বব্যাপী প্রসারে তিনি সহায়ক ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে বিআই-এর মাইক্রোফিন্যান্স পোর্টফোলিওর অভূতপূর্ব বিস্তার ঘটে এবং উপকারভোগীদের সামর্থ্যের উপর নতুনভাবে আলোকপাত করা হয়।

শামেরান আবেদ বলেন, চলমান মহামারির সময়ে বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে দারিদ্র্য থেকে বের করে আনতে সহনশীল ও টেকসই পথ তৈরি করা এখন সবচেয়ে জরুরি। প্রায় ৫০ বছর ধরে অঙ্গীকার ও নিষ্ঠার সঙ্গে জনসমষ্টির নেতৃত্বাধীন কার্যকর সমাধান তৈরি ও বাস্তবায়ন করে আসছে ব্র্যাক। এ সন্ধিক্ষণে ব্র্যাক ইন্টারন্যাশনালের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত।

কালের আলো/টিআরকে/এসআইএল