আরএসএফ’র মূল্যায়ন বিভ্রান্তিকর, নিন্দা ডিইউজের

প্রকাশিতঃ 12:43 pm | July 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রিপোর্টার্স স্যানস ফ্রন্টিয়ার্স (আরএসএফ) বা, রিপোর্টার্স উইদআউট বর্ডারস এর বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়ে মূল্যায়নকে বিভ্রান্তিকর এবং অগ্রহণযোগ্য উল্লেখ করে এমন উদ্দেশ্যমূলক প্রচেষ্টার নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার (৬ জুলাই) ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু’র সই করা এক বিবৃতিতে বলা হয়, এ ধরণের প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। এ ব্যাপারে সাংবাদিক সমাজকে সজাগ এবং সর্তক থাকার আহ্বানও জানান তারা।

ডিইউজে দাবি করছে, আরএসএফ’র মূল্যায়নে সংবাদ মাধ্যম বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে ভুলভাবে চিত্রিত করা হয়েছে।

সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ডিইউজে নেতৃবৃন্দ বলেন, বেসরকারি খাতে টেলিভিশনের লাইসেন্স প্রদান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠা, অনলাইন নিউজ পোর্টাল পরিচালনায় সুষ্ঠু নীতিমালা প্রণয়নসহ শেখ হাসিনার চার মেয়াদের শাসনামলে সংবাদ মাধ্যমের বিকাশে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও, সংবাদ সংক্রান্ত মানহানির মামলায় সাংবাদিকদের গ্রেফতার না করে সমন জারির বিধানও শেখ হাসিনার শাসনামলে প্রণীত হয়। বাংলাদেশের সাংবাদিক সমাজ যার সুফল পাচ্ছেন। সংবাদপত্র শিল্পের বিকাশে তার অধীনেই নেওয়া হয়েছে নানান পদক্ষেপ — বিবৃতিতে জানায় ডিইউজে।

ডিইউজে’র তরফ থেকে বলা হয়, বাংলাদেশে সাংবাদিকরা সম্পাদিত সংবাদ মাধ্যমে কাজ করেন। অসম্পাদিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য ব্যক্তি বিশেষের মনোজাগতিক অবস্থার বহি:প্রকাশ মাত্র। যা সাংবাদিকতা চর্চার মধ্যে পড়ে না।এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে আরএসএফ’র প্রতি আহ্বান জানন ঢাকাভিত্তিক সাংবাদিককদের শীর্ষ সংগঠনটির নেতৃবৃন্দ।

কালের আলো/এসকে/এমএম