র‌্যাবের ২৪টি ভ্রাম্যমান আদালতে ১৯৩ জনকে ১ লাখ ২৬০ টাকা জরিমানা (ভিডিও)

প্রকাশিতঃ 8:08 pm | July 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

কঠোর লকডাউনের সপ্তম দিনে ২৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯৩ জনকে মোট ১ লাখ ২৬০ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৬ জুলাই) সারাদেশে এসব কার্যক্রম পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া এদিন র‌্যাব দিনে ১৯০টি টহল ও ১৯৪টি চেকপোস্ট পরিচালনা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে ৬ষ্ঠ দিন ৫০টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪১৫ জনকে মোট ২ লাখ ৩৭ হাজার ২০০ টাকা জরিমানা করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার কর্তৃক জারিকৃত বিধি-নিষেধের ৬ষ্ঠ দিনে বিধি-নিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে সারাদেশব্যাপী মাঠে ছিল র‌্যাব।

এছাড়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার কর্তৃক ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

র‌্যাব জানায়, এছাড়াও র‌্যাব জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে আড়াই হাজারের অধিক মাস্ক বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।

কালের আলো/এসকে/এমএম