চলতি বছরেই সারাদেশে উচ্চগতির ইন্টারনেট : টেলিযোগাযোগ মন্ত্রী
প্রকাশিতঃ 11:39 pm | July 07, 2021
নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
চলতি বছরের মধ্যেই সারা দেশে উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে- এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, উচ্চগতির ইন্টারনেটের জন্য অপটিক্যাল ফাইভার ব্রডব্যান্ড সংযোগ চলতি বছরেই পৌঁছে যাবে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে দেশের ৭১টি দ্বীপ এই সংযোগের আওতায় আনা হচ্ছে।
বুধবার (৭ জুলাই) ঢাকায় আন্তর্জাতিক ইন্টারনেট ফোরাম এফোরএআই আয়োজিত ব্রডব্যান্ড পলিসি ২০২১ (প্রস্তাবিত) রিভিসান শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
ব্রডব্যান্ড নীতিমালার খসড়া প্রণয়নে এফোরএআই’র ভূমিকার প্রশংসা করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আগামী ১০ বছরের প্রয়োজনীয়তার বিষয়টি মাথায় রেখে একটি লাগসই নীতিমালা সরকার তৈরি করছে। এই নীতিমালা কেবল ব্রডব্যান্ড নীতিমালা নয়, এটি সবদিক বিবেচনায় একটি পূর্ণাঙ্গ ইন্টারনেট নীতিমালা বলে উল্লেখ করেন।
তিনি বলেন, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে স্বল্পমূল্যে কীভাবে স্মার্ট ফোন সরবরাহ করা যায় এ বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। ডিজিটাল শিক্ষা বিস্তারে ডিজিটাল কনটেন্ট’র চাহিদা পূরণের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, করোনাকালে স্থানীয় কনটেন্ট’র ব্যাপক চাহিদা রয়েছে। সেসব বিবেচনা করে পাঠ্যক্রম ডিজিটাল কনটেন্টে রূপান্তর করা উচিত।
বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে এটুআই এর পলিসি এডভাইসার আনির চৌধুরী, রবির সিইও মাহতাব আহমেদ,অ্যামটবের সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এসএম ফরহাদ এবংএফোরএআই উপপরিচালক এলিনুর অনুষ্ঠানে বক্তব্য দেন। বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফোরএআই এর কান্ট্রি সমন্বয়ক শহীদ উদ্দিন আকবর।
কালের আলো/টিআরকে/এসআইএল