ইভ্যালি চেয়ারম্যান-এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশিতঃ 8:19 pm | July 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (০৯ জুলাই) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, ইভ্যালির এমডি মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। দুদক অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে বলে প্রতীয়মান হয়। এর প্রেক্ষিতে গত ৮ জুলাই ইভ্যালির এমডি মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।

তার প্রেক্ষিতে, ইমিগ্রেশনকে লিখিতভাবে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে, আদালতের অনুমতির বাধ্যবাধকতা থাকায় সেখানে আবেদনের একটি কপি পাঠানো হয়েছে বলে দুদক সূত্র জানায়।

এর আগে, বৃহস্পতিবার ইভ্যালির আর্থিক অনিয়ম তদন্তে দুদকের একজন সহকারী পরিচালক ও একজন উপ-সহকারী পরিচালককে সদস্য করে মানিলন্ডারিং অনুবিভাগের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করে দুদক। কমিটিকে ইভ্যালির গ্রাহক এবং মার্চেন্টের ৩৩৯ কোটি টাকার হদিস না মেলার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক ইভ্যালির বিরুদ্ধে তদন্ত করে যে প্রতিবেদন দিয়েছে তাতে বলা হচ্ছে, চলতি বছরের ১৪ মার্চে ইভ্যালির মোট সম্পদের পরিমাণ ছিল ৯১ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৮৪৬ টাকা (চলতি সম্পদ ৬৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৭৩৬ টাকা) এবং মোট দায়ের পরিমাণ ছিল ৪০৭ কোটি ১৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ টাকা।

একই সময়ে গ্রাহকের কাছে ইভ্যালি অগ্রিম নিয়ে রেখেছে ২১৩ কোটি ৯৪ লাখ ছয় হাজার ৫৬০ টাকা এবং মার্চেন্টের কাছ থেকে নেওয়া মালামালের মোট মূল্য ১৮৯ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩৫৪ টাকা।

সেই হিসাব অনুসারে, ইভ্যালির চলতি সম্পদের পরিমাণ ৪০৩ কোটি ৮০ লাখ এক হাজার ৯১৪ টাকা হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি চলতি সম্পদের পরিমাণ উল্লেখ করেছে মাত্র ৬৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৭৩৬ টাকা।

কালের আলো/আরএস/এমএইচএস