একদিনে তিন ভাইয়ের মৃত্যু

প্রকাশিতঃ 4:40 pm | July 10, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই ভাই এবং ভাইয়ের মৃত্যুর খবর শুনে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। একদিনেই তিন ভাইয়ের মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে নাটোরে। শুক্রবার (৯ জুলাই) ভোর থেকে সন্ধ্যার মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১০ জুলাই) সকাল ১১টার সময় ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হয়। অন্য ভাইকে শুক্রবারে দাফন করা হয়।

মৃতরা হলেন- শহরের চকরামপুর এলাকায় অবস্থিত দেশখ্যাত পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম পচু (৫৬) তার বড় ভাই বাবলু রহমান (৫৮) এবং ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৫০)।

এলাকাবাসী জানায়, রেষ্টুরেন্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম পচু ও তার ছোট ভাই জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (৯ জুলাই) ভোরে শরিফুল ইসলাম পচু মারা যান। এ খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে পচুর বড় ভাই বাবলু হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। অপরদিকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পচুর ছোট ভাই জাহাঙ্গীর মারা যান।

পচুর ছেলে লিটন হোসেন জানান, জুমার নামাজের পর তার বাবা পচু ও চাচা বাবলুর মরদেহ গাড়িখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল