পালা বদলের কবি এনায়েত হোসেন আর নেই
প্রকাশিতঃ 5:00 pm | July 10, 2021
কালের আলো সংবাদদাতাঃ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ছড়াকার এনায়েত হোসেন ইন্তেকাল করেছেন। ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট রোড সংলগ্ন রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১০ জুলাই) তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাসপাতালের ইনচার্জ ডা. রহমত আলী জানান, এনায়েত হোসেন কোভিড-১৯ পজিটিভ ছিলেন ও বার্ধক্যজনিত নানা জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। ৭ জুলাই অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে আইসিইউতে ভর্তি করা হয়।
এনায়েত হোসেন ফরিদপুরে পালা বদলের কবি হিসেবে পরিচিত ছিলেন।
নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদে জনাজা শেষে স্থানীয় কমলাপুর মাটির গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, ডা. খবিরুল ইসলাম, স্থানীয় নর্থ চ্যালনল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনায়েত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমকালের প্রকাশক এ. কে. আজাদ, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ।
কবি এনায়েত হোসেন তার কর্মজীবন শুরু করেন রাজেন্দ্র কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ল্যবরেটরি সহায়ক হিসেবে এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন। ২০১৩ সালে সাংবাদিক গৌতম স্মৃতি সম্মাননায় ভূষিত হন তিনি।
এনায়েত হোসেনের ছড়ার বইগুলোর মধ্যে রয়েছে- ‘পালা বদলের ছড়া’, ‘কচিকলিদের ছড়া’, ‘চোখের জলে আগুন জ্বলে’, ‘প্রতিবাদী ছড়া ও ভাবসংগীত’ এবং ‘শ্রেষ্ঠ ছড়া’। এছাড়া তার অন্যান্য বই- জীবনীগ্রন্থ ‘ছোটদের জসীমউদ্দীন’, গানের বই ‘সুখের পাখি’ ও কবিতার বই ‘রাজাপুর’।
কালের আলো/আরএস/এমএইচএস