তিন নেত্রীই ব্রাজিল সমর্থক!
প্রকাশিতঃ 10:15 pm | July 10, 2021
কালের আলো ডেস্ক:
রাত পোহালেই আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে মেসি নেইমারদের নিয়ে আলোচনা। কে জিতবে আর কে হারবে এ নিয়েই চলছে বাকবিতণ্ডা। ব্রাজিল-আর্জেন্টিনা ভাগে যেন দু-ভাগ হয়ে গেছে জাতি।
তবে নিজেদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য যতই থাকুক, দেশের রাজনীতিতে সক্রিয় তিন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ফুটবলে ব্রাজিলের সমর্থক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের তিন নেত্রীর পছন্দ এক।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা বিশ্বকাপের সময় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর পছন্দের দল ব্রাজিল। এক সময় পেলের খেলা তার ভালো লাগতো। তবে তিনি আর্জেন্টিনার খেলাও পছন্দ করেন। বিশেষ করে মেসির খেলা তার খুবই পছন্দ।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের একজন কর্মকর্তা বলেন, ম্যাডাম ব্রাজিলের কঠিন সমর্থক। এবারের বিশ্বকাপ ব্রাজিলের দখলেই যাবে বলে ম্যাডাম মনে করেন।
সংসদের বর্তমান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও ফুটবল খেলা বেশ উপভোগ করেন। তাঁর পরিবারের এক সদস্য বলেছেন, যেদিন থেকে তিনি ফুটবল খেলা বুঝতে শুরু করেছেন, সেদিন থেকেই তিনি ব্রাজিলের সমর্থক।
কালের আলো/টিআরকে/এসআইএল