শিরোপা না জিতলেও সর্বকালের সেরা মেসি
প্রকাশিতঃ 9:58 pm | July 10, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ক্লাব ফুটবলে লিওনেল মেসির সাফল্য ঈর্ষণীয়। তবে আর্জেন্টিনার হয়ে আজও কোনো শিরোপা জিততে পারেননি। আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনি মনে করেন, জাতীয় দলের হয়ে কোনো শিরোপা না জিতলেও সর্বকালের সেরা হয়ে থাকবেন দশ নম্বর জার্সিধারী এই ফুটবলার।
ফুটবল বোদ্ধাদের অনেকে মনে করেন যে, একটা আন্তর্জাতিক শিরোপা না থাকলে ক্যারিয়ার অপূর্ণ থাকবে লিওনেল মেসির। তার সামনে ফের সুযোগ এসেছে দেশের হয়ে ট্রফি জেতার। রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপার ফাইনালে মুখোমুখি হচ্ছেন ব্রাজিল-আর্জেন্টিনা। বোদ্ধাদের মতে- ম্যাচটি জিতলেই পরিপূর্ণ হবে মেসির ক্যারিয়ার ও আক্ষেপ।
বার্সেলোনার হয়ে সকল শিরোপা জিতেছেন মেসি। কিন্তু জাতীয় দলের হয়ে একটাও জিততে পারেনি। আর্জেন্টিনাও ১৯৯৩ কোপা-আমেরিকার পর আর বড় কোনো ট্রফি জিততে পারেনি। ২৮ বছরের এই হাহাকার ঘুচানোর আরেকটি সুযোগ তাদের সামনে। যদিও ২০১৯ আসরে নেইমারবিহীন ব্রাজিলের কাছে হেরে সেমি থেকে ছিটকে পড়েছিল আর্জেন্টিনা।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেন, জয় হোক বা পরাজয়, মেসি তারপরও সর্বকালের সেরা ফুটবলার। এটা প্রমাণ করতে তার কোনো ট্রফির প্রয়োজন নেই। তবে অবশ্যই আমরা জিততে চাই। ট্রফি ঘরে নিয়ে ফিরতে চাই। জিততে চাই আর্জেন্টাইনদের জন্য, নিজেদের জন্য যারা এতদিন ধরে একসঙ্গে আছি ও সুরক্ষা-বলয় না ভাঙায় মনোযোগ ধরে রাখছি, সব ত্যাগ করেছি।
গতবার কোপায় সেমিফাইনালে প্রতিপক্ষ ব্রাজিলের কাছে হেরে থমকে গিয়েছিল মেসিদের শিরোপা জয়ের স্বপ্ন। সেবার ম্যাচ শেষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। তবে এবার পুরো বিশ্ব দেখার অপেক্ষায়, শিরোপা কার দখলে যায়।
কালের আলো/আরএস/এমএইচএস