রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

প্রকাশিতঃ 11:24 am | July 13, 2021

কালের আলো সংবাদদাতা:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৯ জন।

তাদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোর, নওগাঁ ও পাবনায় ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জে ২ জন এবং বগুড়া ও সিরাজগঞ্জে একজন করে রয়েছেন। তাদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হওয়ার পর এবং উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি গেছেন বাকি ১০ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ জন। এ নিয়ে হাসপাতালটিতে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৪ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৯টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৬৯ শতাংশ। নওগাঁর ২৪৩ নমুনা পরীক্ষায় ৮৫জনের পজেটিভ আসে। শনাক্তের হার ৩৪ দশমিক ৯৮ শতাংশ।

কালের আলো/আরএস/এমএইচএস