ভবিষ্যত করণীয় নিয়ে বৈঠক করলেন যুক্তফ্রন্ট নেতারা

প্রকাশিতঃ 12:00 am | October 03, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

ভবিষ্যত করণীয় ঠিক করতে বৈঠক করেছেন যুক্তফ্রন্টের শীর্ষ নেতারা।

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের গুলশানের বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তফ্রন্টের চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আসম রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ওমর ফারুক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা নিয়েও কথা হয়।