মানবিক দায়বদ্ধতা সমাজকে পরিশুদ্ধ করে: মেয়র রেজাউল
প্রকাশিতঃ 9:53 pm | July 14, 2021

কালের আলো সংবাদদাতাঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো.রেজাউল করিম চৌধুরী বলেছেন,সমাজের বিত্তবান শ্রেণির অর্জিত সম্পদে গরীবেরও হক রয়েছে। গরীব মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ শ্রমে যারা বিত্তবান হয়েছেন তাদের প্রতিদানের সময় করোনাকাল।
বুধবার (১৪ জুলাই) টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের কার্যালয়ে করোনাকালে কর্মচ্যুত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য বিএসআরএম’র ত্রাণসামগ্রী গ্রহণকালে এ তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, যেকোনো ধরনের দুর্যোগ ও মহামারি মোকাবেলায় সরকারি সহায়তা ও প্রণোদনার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি ও সামাজিক উদ্যোগ অনেকাংশে ফলপ্রসূ। সব চেয়ে বড় কথা মানবিক দায়বদ্ধতা সমাজকে শুদ্ধ ও পরিত্রাণ দেয়।
মেয়রের হাতে বিএসআরএম’র পক্ষে ত্রাণ হস্তান্তর করেন প্রশাসনিক প্রধান একেএম সাইফউদ্দিন খান, ব্যবস্থাপক জহিরুদ্দিন মোহাম্মদ ইমরুল কায়েস।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।
কালের আলো/টিআরকে/এসআইএল