অর্ধেক বেতনে আরও ৫ বছর বার্সেলোনায় মেসি
প্রকাশিতঃ 10:14 pm | July 14, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
বার্সেলোনায় লিওনেল মেসি থাকছেন কি না এমন দোলাচল শুরু হয়েছিল গত মৌসুমেই। সেটি চলেছে এতদিন ধরে। অবশেষে এমন দোলাচলের ইতি ঘটছে। বার্সেলোনার সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করবেন মেসি। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, নিজের বেতন অর্ধেক করে ক্লাবটিতে থাকছেন তিনি।
এমন খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম দিয়েরা স্পোর্টস। বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা চিন্তা করে নিজের বেতন কমিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। কয়েক দিনের মধ্যেই এসব আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে তারা।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই। সেটা হতে পারে শুক্রবারের মধ্যেই।
বার্সার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিতে সই করতে যাচ্ছেন মেসি। এজন্য ৫০ শতাংশ বেতন কম নিতে রাজি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
গত ৩০ জুন বার্সার সঙ্গে পুরনো চুক্তি শেষ হয় মেসির। এরপর তিনি ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান। দ্বিতীয় মেয়াদে ক্লাবটির সভাপতির দায়িত্ব নেওয়া হুয়ান লাপোর্তা গত বছর থেকেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করেছেন।
কালের আলো/টিআরকে/এসআইএল