শিমুলিয়ায় ঘাটে গাড়ি ও যাত্রীর চাপ বাড়ছে
প্রকাশিতঃ 1:39 pm | July 15, 2021

কালের আলো সংবাদদাতা:
কঠোর লকডাউন শিথিলের প্রথম দিনে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ফেরি ও লঞ্চে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। আজ থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ২১ জেলার মানুষ।
শিমুলিয়া ফেরিঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত থেকেই এ ঘাটে চাপ বাড়তে থাকে। আজ সকাল থেকে ঘাটে হঠাৎ যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। এদিকে সামনে ঈদুল আজহা ও আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন। তাই সকাল থেকেই শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণ অঞ্চলের দিকে যাত্রা করে মানুষ।
শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ গণমাধ্যমকে বলেন, গতকাল রাত থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ছে। ঘাটে ছোট-বড় সব মিলিয়ে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ছোট-বড় ১১টি ফেরিতে যাত্রী ও যানবাহন পার হচ্ছে।
চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে বলে জানান তিনি।
শিমুলিয়া ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাকির হোসেন বলেন, অন্য দিনের তুলনায় ঘাটে চাপ বেড়েছে। কাল শুক্রবার থেকে চাপ আরও বাড়বে।
কালের আলো/আরএস/এমএইচএস