রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রকাশিতঃ 4:07 pm | July 15, 2021

কালের আলো সংবাদদাতা:

রাঙ্গামাটি শহরের নিউ পুলিশ লাইনে এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। নিহত কনস্টেবলের নাম কাইয়ুম সরকার (৩৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন জানান, শহরের সুখীনীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে শিফটে ডিউটি করার জন্য কনস্টেবল কাইয়ুম অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তাতে এই ঘটনা ঘটায়।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারনে সে আত্মহত্যা করতে পারে। তার স্ত্রীর সাথেও ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও আছে জানান পুলিশ সুপার।

এসপি বলেন, তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

জানা গেছে, নিহত কনস্টেবল কাইয়ুমের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।

কালের আলো/টিআরকে/এসআইএল