দৌলতদিয়ায় ৩ কিমি এলাকাজুড়ে যানজট, নেই স্বাস্থ্যবিধি
প্রকাশিতঃ 3:13 pm | July 16, 2021

কালের আলো সংবাদদাতা:
দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত কোরবানির পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে আটকা পড়েছে। অপরদিকে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে লঞ্চ ও ফেরিযোগে ঘরমুখো বহু মানুষ বহনকারী যানবাহনের ভিড় বেড়েছে দৌলতদিয়া ঘাটে। চাহিদার তুলনায় ফেরি কম থাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। মানুষের ভিড়ে ঘাট এলাকায় নেই কোনো স্বাস্থ্যবিধি। মাস্কও দেখা যায়নি অনেকের মুখে।
শুক্রবার (১৬ জুলাই) দৌলতদিয়ার সরেজমিন ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত মহাসড়কের তিন কিলোমিটার এলাকা পর্যন্ত আটকে আছে যানবাহন ও পশুবাহী ট্রাক। এতে পশুবাহী ট্রাকের বেপারি ও রাখালদের পাশাপাশি পশু এবং সাধারণ মানুষের রোদ ও গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সেখানে আটকে থাকা ব্যবসায়ী মহসীন জানান, ঘাটে আসার পর অন্যান্য গাড়ির সঙ্গে গরুবাহী ট্রাকগুলো আটকে থাকায় গরুর হিট স্ট্রোকের শঙ্কায় খামারিরা। দ্রুত ফেরিতে উঠতে পারলে অন্তত গরুগুলোকে একটু রক্ষা করা যেতো।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। দিনে পশুবাহী ট্রাক কিছুটা কম আসায় আশা করছি সিরিয়ালে আটকা পড়া যানবাহনগুলো দ্রত সময়ের মধ্যে পারাপার করা সম্ভব হবে। এছাড়া ঈদ উপলক্ষে আরও দুইটি রো রো ফেরি এই রুটে যুক্ত হওয়ার কথা রয়েছে। তখন আশা করি ফেরি পারের জন্য খুব একটা অপেক্ষায় থাকতে হবে না।
কালের আলো/আরএস/এমএইচএস