কোহিনূর কালেকশন নিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের এবারের ঈদ আয়োজন
প্রকাশিতঃ 3:30 pm | July 16, 2021

কালের আলো ডেস্ক:
ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব সমন্বয়ে ক্রেতাদের জন্য ঈদুল আযহায় দেশের সববৃহৎ চেইন শপ ডায়মন্ড ওয়ার্ল্ড প্রথমবারের মতো এনেছে কোহিনূর কালেকশন।
এ বারই প্রথম এ ধরনের অর্নামেন্ট কালেকশন সংগ্রহ করেছে তারা। এছাড়া বরাবরের মতো এবারও থাক স্পেশাল স্ক্রিমও।
শুক্রবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে বৃহস্পতিবার (১৫ জুলাই) ঈদ আয়োজন এর পর্দা উন্মোচন করেন চিত্রনায়িকা মৌসুমি।
ডায়মন্ড ওয়াল্ড জানিয়েছে, ঈদ আয়োজনকে কেন্দ্র করে সারাদেশে ডায়মন্ড ওয়ার্ল্ড এর প্রতিটি শোরুম যথাযথ স্বাস্থ্য বিধি মেনে খোলা থাকবে চাঁদ রাত পর্যন্ত। কেনাকাটা করা যাবে ডিজিটাল প্লাটফর্মেও। অনলাইনে অর্ডার করতে ভিজিট করতে হবে www.diamondworldltd.com লিংকে।
এছাড়া পেমেন্ট করা যাবে বিকাশ সহ প্রায় সকল মোবাইল ওয়ালেট থেকে এবং ব্যবহার করা যাবে যে কোন ব্যাংক এর ডেবিট বা ক্রেডিট কার্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৫ জুলাই থেকে চাঁদ রাত পর্যন্ত চলা এই ঈদ আয়োজনে ডায়মন্ড ওয়ার্ল্ড এর যেকোন শোরুম থেকে কেনাকাটা করলেই একজন গ্রাহক পাবেন কোহিনূর কালেকশন সহ সকল ডায়মন্ড জুয়েলারীতে ২৫% ডিসকাউন্ট, আর অনলাইনে ২৭% ডিসকাউন্ট। বিস্তারিত তথ্যের জন্য ২৪/৭ কল করা যাবে ০১৭১৩-১৯৯২৭০ নম্বরে।
কালের আলো/ডিএসবি/এমএম