আফগানিস্তানে পুলিৎজার জয়ী সাংবাদিক নিহত
প্রকাশিতঃ 4:36 pm | July 16, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
আফগানিস্তানে সংঘাত চলাকালে বার্তা সংস্থা রয়টার্সের পুলিৎজার জয়ী ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জুলাই) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ।
খবরে বলা হয়, কান্দাহার প্রদেশের স্পিন বলদাক অঞ্চলে সংঘর্ষ চলাকালে রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হন।
ভারতীয় এ সংবাদিক গত কয়েক দিন ধরে কান্দাহারের পরিস্থিতি কভার করছিলেন।
৪০ বছর বয়সি দানিশ সিদ্দিকীর বাড়ি মুম্বাইয়ে। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন তিনি। টেলিভিশন সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে ফটোসাংবাদিকতাকেই বেছে নিয়েছিলেন পেশা হিসেবে।
রয়টার্সে ২০১০ সালে শিক্ষানবিশ ফটোসাংবাদিক হিসেবে যোগ দেন। তার ছয় বছরের মধ্যেই ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান দানিশ। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন।
২০১৯-২০ সালে হংকং প্রোটেস্ট, ২০২০-এ দিল্লির দাঙ্গার ছবিও তোলেন এই চিত্র সাংবাদিক।
ভারতের রয়টার্সের আলোকচিত্রীদের দলের প্রধান ছিলেন দানিশ। তিনি ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক।
২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ।
কালের আলো/ডিএসবি/এমআরকে