ইতালির সঙ্গে ২০৩০ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব!
প্রকাশিতঃ 3:57 pm | July 17, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
ইতালি-সৌদি আরবের দূরত্ব দুই হাজার ২৫০ মাইল। তবে ব্যাপারটি না মনে রেখেই এ দুই দেশ আয়োজক হতে চায় ২০৩০ বিশ্বকাপ ফুটবলের! গতকাল ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে এমনটাই।
২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। তাই সৌদি আরব ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনের সুযোগটা হাতছাড়া করতে চায় না।
যদিও সেবার আয়ারল্যান্ডের সঙ্গে যৌথভাবে আয়োজক হওয়ার ইচ্ছা জানিয়ে রেখেছে ইংল্যান্ড। আর্জেন্টিনাও পড়শি দেশ উরুগুয়ের সঙ্গে দাবি জানাবে টুর্নামেন্টটা আয়োজনের। এর মাঝেই দৃশ্যপটে সৌদি আরব। নিজেদের ভাবমূর্তি ফেরাতে ক্রীড়াঙ্গনে প্রচুর টাকা ঢালছে সৌদি আরব। নানা টুর্নামেন্ট আয়োজনে খরচ করেছে ১.৫ বিলিয়ন ডলারের বেশি।
২০১৯ সালে অ্যান্থনি জোশুয়া ও অ্যান্ডি রুইজ জুনিয়রের হেভিওয়েট বক্সিংয়ের ওয়ার্ল্ড টাইটেল ম্যাচও হয়েছে সৌদিতে। গলফের ইউরোপিয়ান ট্যুরের পর ফর্মুলা ওয়ানের রেসের আয়োজন করেছে তারা।
সব টুর্নামেন্টই সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে দেশটি। তাই অর্থের প্রাচুর্যতায় পূর্ণ দেশটি ফুটবল বিশ্বকাপ আয়োজনের দাবি তুলতেই পারে।
তবে সৌদির এই দাবিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আয়ারল্যান্ডের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় ইংল্যান্ড।
উরুগুয়েকে সঙ্গে নিয়ে আয়োজক হওয়ার দাবি জানাতে ইচ্ছুক আর্জেন্টিনাও।
কালের আলো/টিআরকে/এসআইএল