১৪ ঘণ্টা বাসের লকারে বন্দী ৪৬ ছাগল, ব্যবস্থা নিল পুলিশ
প্রকাশিতঃ 9:38 pm | July 17, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
বাসের লকারে ৪৬ ছাগল পরিবহণ করার ঘটনায় ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের নির্দেশে ছাগলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ জুলাই) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই শুক্রবার দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘১৪ ঘণ্টা বাসের লকারে বন্দী ৪৬ ছাগল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদে উল্লেখ করা হয়, দিনাজপুর থেকে নওশীন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের মালপত্র রাখার লকারে গাদাগাদি করে আটকে সিলেটে নেয়া হয়েছে ৪৬টি ছাগল। বর্বরোচিত উপায়ে লকারের মধ্যে দীর্ঘ সময় ঠাসাঠাসি করে আটকে রেখে পরিবহন করায় অসুস্থ হয়ে পড়ে ছাগলগুলো।
বিষয়টি দৃষ্টিতে আসার পরপরই সংবাদে উল্লিখিত তথ্য অনুযায়ী সংবাদটি দিনাজপুর জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঠিয়ে এ বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং। প্রাথমিক তদন্তে দিনাজপুর সদর থানার ওসি নিশ্চিত করেন বাসটি তার এলাকা থেকে ছেড়ে গেলেও বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় যাত্রা বিরতির সময় ওই বাসে ছাগল গুলোকে তোলা হয়। এর পরপরই, বিষয়টি ওসি শিবগঞ্জ মো. সিরাজুল ইসলামকে পাঠিয়ে অপরাধীদের দ্রুত খুঁজে বের করে আইনে আওতায় আনার নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ থানার ওসি তখনই তার একটি টিমকে এই বিষয়ে কার্যক্রম পরিচালনা করতে নিয়োজিত করেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
পরে ছাগলের মালিক মো. মোয়াজ্জেম হোসেনকে গাইবান্ধার সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশের হেফাজতে নেয়া হয়। এছাড়া পরবর্তীতে মো: জিন্নাহ নামে অপর একজনকেও এই ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সদরদপ্তর জানায়, ছাগলের পরিবহনের সাথে সম্পৃক্ত অন্যদেরও আইনের আওতায় আনতে তৎপরতা চলমান রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কালের আলো/ডিএসবি/এমএম