ঢাকায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে খুলনা-চট্টগ্রামে

প্রকাশিতঃ 6:16 pm | July 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৬০ জন, খুলনা বিভাগে ৫৪ জন ও চট্টগ্রাম বিভাগে ৪০ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশে মোট করোনায় মারা গেছেন ১৭ হাজার ৮৯৪ জন।

রোববার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ হাজার ৫৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।

এর আগে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ২০৪ জনের মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে প্রাণ গেছে ৮২ জনের, যা একদিনে সর্বোচ্চ ছিল। ঢাকার পর খুলনা বিভাগে ৪৯ জন ও চট্টগ্রাম বিভাগে ৩২ জন করোনায় মারা যান।

কালের আলো/ডিএসবি/এমএম