পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আইজিপি
প্রকাশিতঃ 6:25 pm | October 05, 2018
সেন্ট্রাল ডেস্ক, কালের আলো:
পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার)।
আগামী ৬ থেকে ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব চিফস অব পুলিশ এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স’র এআইজি (মিডিয়া এন্ড পিআর) মোঃ সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আইজিপির সাথে প্রতিনিধি দলে আরো রয়েছেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার ও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ আলম।
সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে অপরাধ নিয়ন্ত্রনের ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগন অংশগ্রহন করবেন।
কালের আলো/এমএইচএ/