ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচন ও নতুন অন্তর্ভুক্ত হওয়া ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ওই নির্বাচনের তফসিল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য্য করেন।
সিটি করপোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া রাজধানীর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রিট আবেদন দায়ের করেন। রিটে নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
গত বছরের ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আানিসুল হক মারা গেলে পদটি শূন্য হয়। এর পর ৯স জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া উত্তর ও দক্ষিণ সিটির ৩৬ ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিলে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয় ২৬ ফেব্রুয়ারি।