গফরগাঁওয়ে ২ মাদকসেবীকে গণধোলাই
প্রকাশিতঃ 12:43 pm | October 06, 2018
গফরগাঁও প্রতিনিধি, কালের আলো:
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের হাত থেকে এলাকার মানুষকে রক্ষা করার জন্য প্রতিরোধে নেমেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। স্থানীয় প্রশাসনের নীরবতায় মাদকের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন এলাকায় মাদকচক্র।
গফরগাঁও উপজেলার পাগলা থানার (৭নং মশাখালী) ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় গতকাল রাত ১০টার দিকে কামাল (২৫) ও শারফুল (২৩) নামে ০২ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী ও গ্রামের শিক্ষার্থীরা।
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, খৈয়ারপাড় এলাকার মৃতঃ মোস্তফা’র তিন ছেলে, শমসের (২৫), শারফুল (২৩), ফরহাদ (১৮) দীর্ঘদিন ধরে এলাকায় মদ, গাজা, ইয়াবা, ফেনসিডিল, ভারতীয় মদসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল এবং এই ব্যবসার অন্যতম সহযোগী হিসেবে ছিল কামাল (২৫), রবি (৩০), রাকিব (১৯)। গত বুধবার (০৩ অক্টোবর) এলাকাবাসী তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় রাতে নেশাগ্রস্থ অবস্থায় গ্রামের মানুষের বাড়ি-ঘরে এসে হামলা বকাবাজি করে এই চক্রের সদস্যরা। এ ঘটনায় গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। গতকাল (শুক্রবার) রাতে ১০ টার দিকে নেশাগ্রস্থ অবস্থায় দুই জনকে ধরে বেদরক পিটুনি দেয় গ্রামের সাধারণ জনতা ও শিক্ষার্থীরা। পরে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা মিরাজের জিম্মায় আহত মাদকসেবীদের ছেড়ে দেওয়া হয়।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন, খৈয়ারপাড় এলাকায় প্রকাশ্যে মদ, গাজা বিক্রি ও সেবন করলেও প্রশাসন নিশ্চুপ থাকে। একারণে মাদক সেবনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা নেশার টাকা জোগাড় করতে আশেপাশের এলাকায় একের পর এক চুরি সংঘটিত করছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমান জানান, গণধোলাই স্বীকার মাদকসেবনকারীদের স্থানীয় যুবলীগ নেতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এলাকাবাসীর অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো। মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেয়া যাবে না বলে তিনি জানান।
এ ব্যাপারে মশাখালী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মনি জানান, এই বিষয়ে আমি অবগত হয়েছি গ্রামের মানুষের জানমালের নিরাপত্ত্বার জন্য আমি গ্রাম পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি।
কালের আলো/প্রতিনিধি/ওআই